ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তারের ঘটনাটি দেশবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। র্যাব বুধবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা যায়, খিলগাঁও থানায় দায়েরকৃত একটি মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আনুষ্ঠানিকভাবে থানায় হস্তান্তর করা হবে।
গত জুন মাসে সংবাদমাধ্যমে আছাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের তথ্য প্রকাশিত হওয়ার পর তিনি আবারও আলোচনায় আসেন। এই ঘটনার পর থেকেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠতে থাকে।
আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁকে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।