২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগে গ্রেপ্তার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াকে আদালতে আনা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ৩টা ৫৫ মিনিটে তাকে পুলিশি পাহাড়ায় আদালতে হাজতখানায় আনা হয়। এরপর ৪টা ৫ মিনিটে তাকে এজলাসে তোলা হয়।
সাবেক ডিএমপি কমিশনারকে আদালতে নিয়ে আসাকে কেন্দ্র করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি আদালত প্রাঙ্গণে সেনা সদস্যদেরও মোতায়ন করা হয়।
এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।