টাঙ্গুয়ার হাওরে প্রথমবারের মতো লোকসংগীত উৎসব হতে যাচ্ছে।
সুনামগঞ্জের বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ যোগ হলো। ‘মাটির গন্ধে ভাটির গান’ এই থিম নিয়ে আয়োজিত হয়েছে এক সপ্তাহব্যাপী লোকসংগীতের উৎসব।
ভাটির গানের ঝংকারে মাতবে হাওর।
এই উৎসবে জনপ্রিয় কিছু ব্যান্ড দলের গানে মাতবে হাওর। ভাটির গানের মিষ্টি সুরে মিশে যাবে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য।
টাঙ্গুয়ার হাওরের নৌ-পর্যটন উদ্যোক্তারা ‘টাঙ্গুয়ার হাওরে ফোকফেস্ট-২০২৪’ শিরোনামে এই আয়োজন করেছেন। আগামী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত হাওরের মাঝখানে জলবেষ্টিত একটি মঞ্চে এই উৎসব চলবে।
টাঙ্গুয়ার হাওরে আয়োজিত হচ্ছে একটি অনন্য সংগীত উৎসব। এই উৎসবটি শুধুমাত্র নিবন্ধিত হাউস বোটে থাকা পর্যটকদের জন্য উন্মুক্ত।
স্থানীয় লোকসঙ্গীত এবং নৌ পর্যটন কর্মীদের স্বতঃস্ফূর্ত গানে মাতবে এই উৎসব। তাছাড়া, জনপ্রিয় ব্যান্ড কৃষ্ণপক্ষ, আপনঘর এবং সোনার বাংলা সার্কাস-এর প্রবর রিপন, সোহাগ শ্রাবণ এবং ‘দোতং পাহাড়’ গানের জন্য খ্যাত সোহান আলীও তাদের সুরে মাতাবেন।
উৎসবটি আয়োজন করছে ‘জলের গান’, ‘তরী ময়ূরাক্ষী’ এবং ‘ফ্লোটিং হাউজ অফ টাঙ্গুয়া’। আর হসপিটালিটি পার্টনার হিসেবে যোগ দিয়েছে ‘মহাজনের নাও’, ‘ডোঙা’, জলপদ্ম, ফ্যান্টাসি অফ টাঙ্গুয়া’সহ আরও অনেক হাউস বোট।