ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেক গাড়ির ধাক্কায় তাজবীর আহমেদ (২৭) ও জাহিদ হোসেন জিতু (২৬) নামে দুই মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার সময় উপজেলার পাখির মোড় এলাকায় তাদের এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজবীর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং জিতু একই গ্রামের দুলাল মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে তাজবীর ও জিতু মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিড়ি গ্রামে ফিরছিলেন। পথে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি এসে তাদের ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে তারা গুরতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পাশের কুমিলস্না জেলার গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, তাজবীর ও জিতু ঢাকা থেকে মোটরসাইকেলে করে চাঁদপুরে তাদের বাড়ি যাচ্ছিলেন। পাখির মোড় এলাকায় তাদের মোটরসাইকেলটি একটি গাড়িকে ওভারটেক করতে গেলে অন্য একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে গুরতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহের সুরতহাল শেষে স্বজনদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।