হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এখলাছুজ্জামান ভূইয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এম এম গউসসহ আরও কয়েকজন বিএনপির নেতারা।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড।
এ ব্যাপারে জানতে বিএনপি নেতা এখলাছুজ্জামান ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে জানান, আমার বিরুদ্ধে দলীয় বহিষ্কার আদেশটি এখনো পাননি। তবে এ চিঠির আজও সত্যতা আছেন কিনা তাও তিনি জানেন না।