কলম্বিয়ায় চলমান অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা স্বপ্নের সমাপ্তি ঘটেছে। জার্মানির কাছে ৫-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে, ব্রাজিল তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা জার্মানির বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়। জার্মানির হয়ে নাচতিগাল জোড়া গোল করেন, অন্যদিকে জানজিন, ব্যান্ডের ও জিকাই একটি করে গোল করেন। আর্জেন্টিনার পক্ষে একমাত্র সান্ত্বনার গোলটি করেন লোম্বারডি ল্যারের।
ম্যাচের শুরুর ৫ম মিনিটেই জার্মানি এগিয়ে যায় জানজিনের দুর্দান্ত ফিনিশিংয়ে। এরপর ২৪তম মিনিটে নাচতিগালের হেড থেকে দ্বিতীয় গোল আসে। মাত্র দুই মিনিটের ব্যবধানে ব্যান্ডের আর্জেন্টিনার জালে বল জড়িয়ে জার্মানির ব্যবধান ৩-০ করে। প্রথমার্ধে নাচতিগাল তার দ্বিতীয় গোলটি করেন অসাধারণ ফ্রি-কিক থেকে। বিরতিতে যাওয়ার আগে আর্জেন্টিনার হয়ে ল্যারের একটি গোল করলেও তাতে ম্যাচে ফেরার সুযোগ ছিল না।
দ্বিতীয়ার্ধে জিকাইয়ের গোল আর্জেন্টিনার বিদায় নিশ্চিত করে দেয়। শেষ ষোলোতে এ হার আর্জেন্টিনার জন্য টুর্নামেন্টের সমাপ্তি টেনে দেয়। তারা গ্রুপ পর্বের তৃতীয় স্থানে থেকে কোনোরকমে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল।
অন্যদিকে, একই দিনে ব্রাজিলের মেয়েরা ক্যামেরুনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও প্রথমার্ধেই পেনাল্টি থেকে সমতায় ফেরে ব্রাজিল। নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত গোলশূন্য থাকলেও অতিরিক্ত সময়ে ব্রাজিলের দুটি গোল তাদের জয় নিশ্চিত করে।
কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে জার্মানি এবং ব্রাজিলের মতো শক্তিশালী দলগুলো লড়াই করবে শিরোপার জন্য।