বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একটি বড় অস্ত্র হাতে পেল বিশ্ববাসী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই ভয়াবহ রোগের প্রথম টিকাকে অনুমোদন দিয়েছে।
আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে শুরু হওয়া এই ভাইরাসটি দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে, ভাইরাসটির একটি নতুন ধরন ক্লেড-১-বি বেশি সংক্রামক হওয়ায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে পড়ে। এই ভয়াবহ পরিস্থিতিতে ডব্লিউএইচও গত মাসে আন্তর্জাতিক জরুরি সতর্কতা জারি করে।
এই টিকার নাম হলো এমভিএ-বিএন। বিশেষজ্ঞদের মতে, এই টিকা মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ রোধে একটি কার্যকরী অস্ত্র হতে পারে। ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, “মাঙ্কিপক্সের প্রথম টিকার প্রাথমিক অনুমোদন ভাইরাসজনিত রোগটি মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এখন আমাদের টিকা সংগ্রহ-বিতরণে গতি বাড়াতে হবে। এই রোগের সংক্রমণ, বিস্তার ও প্রাণহানি ঠেকানোর জন্য যেসব স্থানে টিকা এখন সবচেয়ে জরুরি, সেসব স্থানের মানুষ যাতে সবার আগে টিকা পান, আমাদের তা নিশ্চিত করতে হবে।”
ডব্লিউএইচওর প্রাথমিক অনুমোদনের ফলে এখন বিভিন্ন দেশ সহজেই এই টিকা সংগ্রহ করতে পারবে এবং তাদের দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব রোধে ব্যবস্থা নিতে পারবে।