রাশমিকা মান্দানা বলিউডে দিন দিন নিজের জনপ্রিয়তা বাড়াচ্ছেন। দক্ষিণী ছবির জনপ্রিয় এই অভিনেত্রী এখন বলিউডের একাধিক প্রকল্পে ব্যস্ত। তার সর্বশেষ ছবি ‘অ্যানিমেল’ দর্শকদের মন জয় করেছে।
এবার তিনি বলিউডের ভাইজান সালমান খান এর সাথে জুটি বাঁধছেন। তাদের নতুন ছবির নাম ‘সিকান্দার’। এই ছবির শুটিংয়ের সর্বশেষ আপডেট হল, রাশমিকা এবং সালমান একসাথে একটি আইটেম সং শুট করেছেন। এই গানে তাদের সাথে ২০০ জনেরও বেশি ব্যাকড্যান্সার পারফর্ম করবেন।
পিঙ্কভিলা অনুযায়ী, এই গানে দর্শকরা রাশমিকাকে একদম নতুন লুকে দেখতে পাবেন। সালমান খানের সাথে তার এই জুটি কতটা জনপ্রিয় হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে তীব্র কৌতূহল রয়েছে।
‘সিকান্দার’ ছবিটি ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে। এই ছবিটি বলিউডের সবচেয়ে বড় বাজেটের ছবিগুলির একটি হতে চলেছে।
বলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন আবারও একটি মেগা প্রজেক্ট নিয়ে হাজির হতে যাচ্ছে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ঘোষণা অনুযায়ী, এই ছবিটি বলিউড ইতিহাসের সর্বকালের অন্যতম বড় বাজেটের ছবি হবে। ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় পরিচালক এ আর মুরুগাদোস।
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা। ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন রাশমিকা। এরপর ‘মিশন মজনু’ এবং সর্বশেষ ‘অ্যানিমেল’ ছবিতে দর্শকদের মন জয় করেছেন তিনি। ‘অ্যানিমেল’ ছবির অভূতপূর্ব সাফল্যের পর এবার এই নতুন প্রজেক্টে রাশমিকাকে দেখা যাবে।