শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণের দাবি

সেপ্টেম্বর 14, 2024
by

কারখানা বন্ধ ঘোষণা না করে শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসা, রেশন ব্যবস্থা চালু এবং মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। একইসঙ্গে সংগঠনটি আশুলিয়া ও গাজিপুর শিল্পাঞ্চলে গার্মেন্টস কারখানায় চলমান শ্রমিক অসন্তোষ আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণের পরিবর্তে আগের মতো কারখানা বন্ধ ঘোষণা করে, আতঙ্ক তৈরি করে, ষড়যন্ত্রের তত্ত্ব প্রচার করে শ্রমিকদের দাবি আড়াল করার গার্মেন্টস মালিকদের অপকৌশলের নিন্দা জানিয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব বুলবুল এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।

বিবৃতিতে তারা বলেন, গার্মেন্টস শিল্পের অনেক কারখানা মালিক বিগত স্বৈরাচারী শাসকদের সঙ্গে জোট সঙ্গী হয়ে নানাভাবে ভয়ের পরিবেশ তৈরি আর প্রতারণার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে বা শ্রমিকের সম্পূর্ণ পাওনা আত্মসাৎ করে মুনাফা সর্বোচ্চকরণ নীতিতে পরিচালিত করে আসছিল। জুলাই আন্দোলনের পরেও গার্মেন্টস মালিকদের একটি অংশ দমননীতি অনুসরণ করেই কারখানা পরিচালনা অব্যাহত রাখতে চায়। কারখানা মালিকদের মধ্যকার এই দুষ্টচক্র তাদের চাওয়া পূরণের পক্ষে সিদ্ধান্ত গ্রহণে সরকারকে বাধ্য করতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করার ঘোষণা দিয়ে শ্রমিকদের রাস্তায় রাখতে চায় যাতে শিল্পঘন এলাকার অন্যান্য কারখানাগুলো যেন চালু রাখতে না পারে। প্রকৃত শিল্প মালিক থেকে এই সব সুযোগ সন্ধানী কারখানা মালিকদের চিহ্নিত করতে হবে। কারখানা বন্ধের ঘোষণার পরিবর্তে শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের উত্থাপিত দাবির সুরাহা করতে বাধ্য করতে হবে। শ্রমিকদের অভাবের তীব্রতা কমাতে দ্রুততম সময়ে নিত্যপণ্যের রেশন ব্যবস্থা চালু করতে হবে এবং মজুরি পুনর্নির্ধারণ করতে হবে।

আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত নিয়ে শুধু শক্তি প্রয়োগ করে বা কারখানা বন্ধের ঘোষণা দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে শ্রমিক আন্দোলন দমন করার পুরোনো রীতির পুনরাবৃত্তি ঘটালে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তাছাড়া জাতীয় শ্রমিক আন্দোলনের কার্যকর শক্তিগুলোর সঙ্গে আলোচনার পরিবর্তে জাতীয় শ্রমিক আন্দোলনের মূল ধারা বিচ্ছিন্ন শ্রমিক প্রতিনিধিদের যুক্ত করে শ্রম অসন্তোষ নিরসনের দায়িত্ব প্রদান শ্রম পরিবেশ উন্নয়নে কতটুকু ভূমিকা রাখতে পারবে তা প্রশ্ন সাপেক্ষ।

দাবি জানিয়ে বলা হয়, সরকারকে তার সংস্থাগুলোকে সঠিক তথ্য সংগ্রহ করতে এবং সংগৃহীত তথ্যগুলো বিশ্লেষণের মাধ্যমে অসন্তোষের প্রকৃত কারণগুলো আলাদাভাবে চিহ্নিত করে সমাধানের সঠিক কৌশল নির্ধারণ করার পাশাপাশি জাতীয় পর্যায়ের ট্রেড ইউনিয়নের কার্যকর শক্তিগুলোর সঙ্গে পরামর্শ করে সংলাপভিত্তিক শিল্প সম্পর্ক গড়ে তুলতে হবে এবং দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। এছাড়া সাম্প্রদায়িকতা, বর্ণবাদ বা অন্যকোনো ধরনের উসকানি থেকে সাবধান থাকা এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঠিক শক্তির নিচে ঐক্যবদ্ধ হতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ব্যবসায়ীদেরকে দেশের স্বার্থে কাজ করার আহবান বাণিজ্য উপদেষ্টার 

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ব্যক্তিগত স্বার্থ হাসিলে
আরাফাত

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৭