দলের জয় এবং টেবিলের শীর্ষে অবস্থান এই দুই মিলে আজকের জয়টি মেসির জন্য স্মরণীয় হয়ে থাকবে। দুই মাসেরও বেশি সময় পর মাঠে ফিরে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি দুটি গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছেন। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়াকে ৩-১ গোলে হারিয়ে মায়ামি লিগ টেবলে শীর্ষে অবস্থান করছে।
ম্যাচের শুরুতেই ফিলাডেলফিয়া এগিয়ে গিয়েছিল। মাত্র দুই মিনিটের মধ্যে মিকায়েল উরে মায়ামির জাল কাঁপিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। কিন্তু মেসি ছিলেন তৈরি। মাত্র চার মিনিটের মধ্যে তিনি দুটি গোল করে মায়ামিকে খেলায় ফিরিয়ে আনেন। ২৬ ও ৩০ মিনিটে তিনি ব্যক্তিগত দুটি গোল করেন।
মেসির দুটি গোলেই তার সাবেক বার্সেলোনা সতীর্থরা সহায়তা করেছেন। লুইস সুয়ারেজ প্রথম গোলে এবং জর্দি আলবা দ্বিতীয় গোলে মেসিকে সহায়তা করেন। ম্যাচের যোগ করা সময়ে (৯০+৮) সুয়ারেজ নিজেও গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই গোলে মেসি সহায়তা করেন।
লিগ টেবলে শীর্ষে: এই জয়ের ফলে মায়ামি মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে উঠে গেছে।
চোটের পর ফিরে: মেসি গত ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন। দুই মাসেরও বেশি সময় পর তিনি মাঠে ফিরেছেন। চোটের কারণে মেসির অনুপস্থিতিতে মায়ামি লিগ কাপ থেকে ছিটকে গিয়েছিল। তবে মেজর লিগ সকারে তারা কোনো ম্যাচ হারেনি।
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সের ফলে ইন্টার মায়ামি মেজর লিগ সকারে শীর্ষে অবস্থান করছে। মেসির ফিরে আসা মায়ামি দলের জন্য এক বিরাট শক্তি যোগ করেছে।