রংপুরের মিঠাপুকুরে সুদের প্রায় ৩০ লাখ টাকার লেনদেনের ঘটনায় মোক্তারুল ইসলাম ভোদল নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মোক্তারুল হত্যাকাণ্ডের আদ্যোপান্ত তুলে ধরেন রংপুর পুলিশ সুপার শরীফ উদ্দিন।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, গত ৯ সেপ্টেম্বর মিঠাপুকুর উপজেলার অভিরাম নুরপুর গ্রামের কলম উদ্দীনের ছেলে সুদের করবারি মোক্তারুল ইসলাম ভোদল (২৬) বিকেলে বাড়ি থেকে বের হয় কিন্তু রাত সাড়ে ১১টার দিকে বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সামনে তার গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় মোক্তারুল ইসলাম ভোদলের মা কল্পনা বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় গত ১১ সেপ্টেম্বর একটি মামলা করেন।
পুলিশ তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার হত্যার পরিকল্পনাকারী তহিদুল ইসলাম ও আল আমিন মিয়াকে মিঠাপুকুরের পায়রাবন্ধ থেকে গ্রেপ্তারসহ নিহত মোক্তারুলের মোটরসাইকেল উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, সুদের টাকা লেনদেন নিয়ে বিরোধিতার কারণেই মোক্তারুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, মূলত ভোদল এক ব্যক্তির কাছে সুদের প্রায় ৩০ লাখ টাকা পায়। ধারণা করা হচ্ছে, এই টাকা যেন ফেরত দেওয়া না লাগে সে কারণেই পরিকল্পিতভাবে ভোদলকে হত্যা করা হয়েছে।
পুলিশ সুপার জানান, আমরা গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে তুলে রিমান্ড আবেদন করব। একইসঙ্গে অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে।