দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। এই পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয় সকল জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে মাজারে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
রোববার (১৫ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, কতিপয় দুষ্কৃতকারী ব্যক্তি দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে মাজারে হামলা চালাচ্ছে। মাজারগুলি অলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল হিসেবে পূজিত হওয়ায় এই ধরনের ঘটনা দেশের ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিপজ্জনক।
মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে,
সুরক্ষা ব্যবস্থা জোরদার: সকল জেলা প্রশাসককে নিজ নিজ এলাকার মাজারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
সন্দেহজনক ব্যক্তিদের নজরদারি: মাজার এলাকায় সন্দেহজনক কোন ব্যক্তি বা গোষ্ঠীর উপস্থিতি লক্ষ্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
হামলার আশঙ্কা থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা: কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
ভক্তদের সহযোগিতা: মাজার পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।