টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। কিছুদিন আগেও আরজিকর ঘটনায় রাস্তায় ছিলেন তিনি। দিয়েছেন স্লোগানও। কিন্তু হঠাৎ করেই কী হলো এই অভিনেতার! বদলে গেছে তার চেহারা, চোখে মুখে ক্লান্তির ছাপ। এমনই একটি ছবি শেয়ার করে সবাইকে চমকে দিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে অঙ্কুশ হাজরা বর্তমানে অসুস্থ আছেন, চলছে তার চিকিৎস। বুকে ব্যথা, গলায় যন্ত্রণা, মাথা ব্যথা আর জ্বর নিয়ে রীতিমতো শয্যাশায়ী। যেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেতা।
ছবিটি শেয়ার করে অঙ্কুশ ক্যাপশনে লিখেছেন, ‘আমার রোববারটা গলায় ব্যথা, বুকে যন্ত্রণা, মাথাব্যথা আর জ্বরেই কেটেছে। আমার জন্য প্রর্থনা করবেন’।
সবশেষ অঙ্কুশকে অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘মির্জা’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। সুমিত সাহিলের পরিচালনায় সিনেমায় অঙ্কুশের বিপরীতে অভিনয় করেন ঐন্দ্রিলা সেন।