কলকাতা নাইট রাইডার্সকে দুবার শিরোপা জিতিয়েছিলেন গৌতম গম্ভীর। আইপিএলের অন্যতম সফল দল হিসেবে পরিচিত কলকাতা নাইট রাইডার্সকে দুবার শিরোপা জিতিয়েছেন গৌতম গম্ভীর। ভারতের বর্তমান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি তিনি তার আইপিএলের সেরা একাদশ ঘোষণা করেছেন, যেখানে এক বাংলাদেশি ক্রিকেটারকে স্থান দেওয়া হয়েছে।
বাংলাদেশি ক্রিকেটারকে স্বীকৃতি দিলেন গম্ভীর। আইপিএলে খেলা তার সতীর্থদের মধ্য থেকে সেরা একাদশ বেছে নিয়েছেন গৌতম গমভীর। এই একাদশে বাংলাদেশি ক্রিকেটারকে স্থান দেওয়া হয়েছে, যা বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের জন্য গর্বের বিষয়।
জনপ্রিয় ক্রিকেট ম্যাগাজিন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর তাঁর স্বপ্নের আইপিএল একাদশ ঘোষণা করেছেন। তবে তাঁর এই একাদশ নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে। কারণ, আইপিএলের নিয়ম অনুযায়ী কোনও দলে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটারকেই খেলানো যায়। কিন্তু গম্ভীর তাঁর একাদশে ছয়জন বিদেশিকে অন্তর্ভুক্ত করেছেন, যা নিয়মের পরিপন্থী।
গম্ভীরের এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে অবাস্তব বলেছেন, আবার কেউ কেউ মনে করেন, গম্ভীর তাঁর নিজস্ব ভাবেই একটা আদর্শ দল গঠন করেছেন।
গম্ভীর নিজেই একজন উদ্বোধনী ব্যাটার হিসেবে তার একাদশে রয়েছেন, অন্য উদ্বোধনী ব্যাটার হিসেবে আছেন ভারতের সাবেক ওপেনার রবিন উথাপ্পা। তিন নম্বরে রাখা হয়েছে বর্তমান দলের ক্রিকেটার সূর্যকুমার যাদবকে। এরপর মিডল অর্ডারে জায়গা পেয়েছেন অলরাউন্ডাররা। ইউসুফ পাঠান, জ্যাক ক্যালিস এবং আন্দ্রে রাসেলের সঙ্গে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিবকে নিজের দলে একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে চিহ্নিত করেছেন গম্ভীর।
স্পিন আক্রমণে ভরপুর এই দলে সাকিবের সাথে আরও আছেন সুনীল নারিন এবং পীযুষ চাওলা। আর বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল। গম্ভীরের দৃষ্টিতে এই একাদশই আইপিএলের সেরা দল হিসেবে বিবেচিত।
গম্ভীর অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ঠিকভাবে মূল্যায়ন করতেন না—এ অভিযোগ অনেকেরই। তবে খেলার মাঠে ব্যাপারটা যে চায়ের কাপের ঝড় কিংবা সোশ্যাল প্ল্যাটফর্মের আলোচনা-সমালোচনার মতো নয়, এবার তা অনেকটাই স্পষ্ট হলো।
গম্ভীরের আইপিএল সেরা একাদশে আছেন গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জ্যাক ক্যালিস, মরনে মরকেল, সাকিব আল হাসান, পীযুষ চাওলা ও ড্যানিয়েল ভেট্টরি।