সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলামকে (সুজন) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাত ১০টার দিকে ঢাকার শ্যামলীতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন জানিয়েছেন।
সাবেক এই বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা আছে। সেই মামলায় আজ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে।
তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। সেই সময় রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নূরুল ইসলাম সুজন।