চীনকে চাপে রাখতে তাইওয়ান ইস্যু সজাগ রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। এ জন্য তাইওয়ানকে অত্যাধুনিক অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে তারা। এরই অংশ হিসেবে সম্প্রতি তাইওয়ানের কাছে প্রায় ২২৮ মিলিয়ন ডলারের সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফোকাস তাইওয়ান।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশেন এজেন্সি জানিয়েছে, খুচরা যন্ত্রাংশ ও সংশ্লিষ্ট যন্ত্রপতির ফেরত, মেরামত ও রিশিপমেন্টের আওতায় পড়বে। এর মধ্যে বিমানের ক্লাসিফায়েড ও আনক্লাসিফায়েড বিভিন্ন উপাদানও রয়েছে। এ ছাড়া প্রকৌশল, কারিগরি ও লজিস্টিক সাপোর্ট রয়েছে এর আওতায়।
অস্ত্র বিক্রির এই বিষয়টি মার্কিন কংগ্রেসকে জানানো হয়েছে। সেখান থেকে এটি অনুমোদন পাবে বলেও আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন সমর্থন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর কৌশলগত গুরুত্ব হাইলাইট করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে যুক্তরাষ্ট্রের ভূমিকায় নাখোশ হয়েছে ইউএস-তাইওয়ান বিজনেস কাউন্সিল। মঙ্গলবার তারা জানায়, তাইওয়ানের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। তবে চীনের পরিবর্তিত হুমকির মুখে তাইওয়ানের সামরিক বাহিনীকে ‘আধুনিকীকরণে’ এই সহায়তা যথেষ্ট নয়।