ভিয়েতনামে ‘চেষ্টার’ প্রতিশ্রুতি বাংলাদেশের

সেপ্টেম্বর 18, 2024
by

সাফ শিরোপা নিয়ে দেশে ফেরার পথে মারুফুল হক জোর গলায় বলেছিলেন, ‘আমরা এবার এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’ বাছাই খেলতে ভিয়েতনাম যাওয়ার আগে এ কোচের সেই প্রত্যয় উধাও!

বাছাইয়ের ‘এ’ গ্রুপে লড়বে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে আছে সিরিয়া, ভুটান, গুয়াম ও স্বাগতিক ভিয়েতনাম। ভিয়েতনামের তৃতীয় বৃহত্তম শহর হাইফোংয়ের উদ্দেশ্যে বুধবার দিবাগত রাতেই রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের সদস্যদের। যাওয়ার আগে নিজ দল এবং আসরের নানা দিক নিয়ে কথা বলেন বাংলাদেশ কোচ মারুফুল হক।

নিয়মিত একাধিক ফুটবলারকে পাওয়া যায়নি। মারুফুল হকের প্রত্যাশার বেলুন চুপসে যাওয়ার অন্যতম কারণ এটি। সঙ্গে যুক্ত হয়েছে অসুস্থতা ও ফুটবলারদের ইনজুরি। সব মিলিয়ে যেমন দল নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, সে দলটা হাতে পাননি মারুফুল হক।

পরিবর্তিত প্রেক্ষাপটে ভালকিছুর স্বপ্ন দেখাতে পারেননি, কেবল লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেন উয়েফা ‘এ’ লাইসেন্সধারী এ কোচ। ভিয়েতনাম রওনা দেওয়ার আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) অফিসিয়াল সংবাদ সম্মেলনে মারুফুল হক বলছিলেন, ‘সাতজন খেলোয়াড় ডেঙ্গু আক্রান্ত। ১২-১৩ ফুটবলার নিয়ে প্রস্তুতি সারতে হয়েছে। জাতীয় দলে আমাদের চার জন খেলোয়াড় ছিল। তারা ফিরে আসার পর আমাকে জানানো হয়েছিল, ওদের তিন দিনের ছুটি দেওয়া হবে। যারা বসুন্ধরা কিংসের ছিল, তাদের ক্লাব তিন দিনের ছুটি দিয়েছিল। যাদের প্রাথমিকভাবে নিবন্ধন করা হয়েছে, ১৩ সেপ্টেম্বর তাদের সবাই যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ক্লাবের পলিসির কারণে একাধিক খেলোয়াড় যোগ দিতে পারেনি। আমি পূর্ণাঙ্গ স্কোয়াড পেয়েছি তিন দিন হলো।’

ভুটানে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন দল নিয়েই এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই খেলতে যাওয়ার পরিকল্পনা ছিল মারুফুল হকের। কিন্তু নানা ঘটনাচক্রে সে দল হাতে পাননি এ কোচ। কি কারণে বর্তমান দল নিয়ে বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না, তার ব্যাখ্যাও দিয়েছেন ৫৪ বছর বয়সি এ কোচ।

মারুফুল হকের কথায়, ‘অনুশীলনের জন্য ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ স্কোয়াড হাতে পেয়েছি। এটা ফুটবল; ক্রিকেট কিংবা ইনডিভিজ্যুয়াল খেলা নয় যে, ম্যাচের দিন এসে খেলে ফেলবে। ফুটবলে কম্বিনেশনের প্রয়োজন আছে। এ জন্য সাত দিনও যথেষ্ট নয়। বিশেষ করে যুব দলের ক্ষেত্রে।’

মেহেদি হাসান শ্রাবণ ইনজুরি আক্রান্ত হওয়ার পর ফাইনালে টাইব্রেকারের নায়ক হয়ে উঠেছিলেন মো. আসিফ। এ গোলরক্ষকও ভিয়েতনামগামী দলে নেই। কারণ ম্যাচ ফিটনেস। একই কারণে একাধিক ফুটবলারকে বিবেচনা করা হয়নি। অনেকটা জোড়াতালি দিয়ে গড়া দল নিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ের লড়েইয়ে নামতে হচ্ছে।

এ অবস্থায় গোদের ওপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে ফ্লাইট শিডিউল। রওনা দিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় আয়োজক শহরে পৌছাবে বাংলাদেশ দল। পৌছে নিজেদের গুছিয়ে নেওয়ার খুব বেশি সময় পাওয়া যাচ্ছে না। শনিবার সিরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজরা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি
suarez - সুয়েরেজ

লুইস সুয়ারেজ: উরুগুয়ের এক কিংবদন্তির বিদায়

ফুটবলের মহাকাশে এক তারকা নিভে যাচ্ছে। উরুগুয়ের কিংবদন্তি ফরোয়ার্ড লুইস

ইংলিশ চ্যানেলে নৌকাডুবে ১২ অভিবাসীর মৃত্যু

যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবে অন্তত ১২ অভিবাসীর মৃত্যু