আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া বাংলাদেশ পুরুষ ও নারী দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নেপালে অনুষ্ঠিত তৃতীয় এনএসআরএ ইন্টার ক্লাব আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ও পুরুষ দল। বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে দলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় উপদেষ্টা স্কোয়াশ খেলোয়াড়দের উৎসাহিত করেন।
স্বাধীনতার পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ স্কোয়াশ দল আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে সাফল্য পেয়েছে। ১১-১৪ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত আসরের পুরুষ বিভাগে ১৪ দলের লড়াইয়ে শাহাদাৎ আপন ও কামরুলকে নিয়ে গড়া বাংলাদেশ দল রৌপ্য পদক জয় করেছে।
আমীরুল, সাইমুন এবং সৌকতকে নিয়ে গড়া তরুণ দলও রুপা জিতেছে। চাঁদনী, নাবিলা এবং মারজানকে নিয়ে গড়া নারী দলও রুপা জিতেছে। বাংলাদেশের ইতিহাসের এই প্রথম এমন সাফল্য পেল নারী স্কোয়াশ দল।
বিস্ময়কর বিষয় হচ্ছে জাতীয় স্কোয়াশ কার্যক্রম পরিচালনার মত নির্দিষ্ট ভেন্যু নেই। বিভিন্ন জেলা এবং ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের স্কোয়াশ কোর্টগুলো বেদখল আছে। এমন সীমাবদ্ধতার মাঝেই ফেডারেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।