চেন্নাই টেস্টের প্রথম দিনে ভারতীয় দল এক অবিশ্বাস্য ভাবে ফিরে আসা দেখিয়েছে। এক সময় দলটি ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত জুটি এই পরিস্থিতি পাল্টে দিয়েছে। এই দুই স্পিনার মিলে ১৯৫ রানের অপরাজিত জুটি গড়ে ভারতকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে।
ভারতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল (৫৬) এবং ঋষভ পন্ত (৩৯) কিছুটা ভালো করলেও রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যর্থ হওয়ায় দলের উপর চাপ পড়ে।
বাংলাদেশের পেসাররা ভারতীয় ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করে। হাসান মাহমুদ ৪ উইকেট নিয়ে দলকে এগিয়ে রাখেন। ১টি করে উইকেট নেন ১-১ মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।
অশ্বিন-জাদেজার জুটি: ১৪৪/৬ থেকে ভারতকে উদ্ধার করতে নামেন অশ্বিন এবং জাদেজা। এই দুই অলরাউন্ডার দুর্দান্ত ব্যাটিং করে দলকে একটি শক্ত অবস্থানে পৌঁছে দেন। অশ্বিন সেঞ্চুরি ১১২ বলে ১০২ রান এবং জাদেজা ৮৬ রান করে অপরাজিত থাকেন।
এর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন টস জিতে বল করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচে বাংলাদেশ দলে তিন পেসার ও দুই অলরাউন্ডার নিয়ে খেলা শুরু করে।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশের একাদশ
জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।