ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত একটি জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সিন্ডিকেট সদস্যরা জানিয়েছেন, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮:৪৫ পর্যন্ত চলা এই সভায় দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, ক্যাম্পাসের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি সভায় আলোচনা করা হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক পেজে এই সিদ্ধান্তের বিষয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে।”
এই সিদ্ধান্তের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আর ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না।