বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক এবং বিডিবিএল এই ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তি ভিক্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
এই সিদ্ধান্তের ফলে এই ছয়টি ব্যাংকের এমডি হিসেবে যথাক্রমে মো. আফজাল করিম, মো. আবদুল জব্বার, মো. মুরশেদুল কবীর, মোহাম্মদ জাহাঙ্গীর, মো. আনিসুর রহমান এবং মো. হাবিবুর রহমান গাজী আর ব্যাংক পরিচালনা করতে পারবেন না।
কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, তা এখনও স্পষ্ট নয়। তবে, সরকারের এই সিদ্ধান্তের পর এই ছয়টি ব্যাংকের পরিচালনায় নতুন করে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে।