রায়ার দুর্দান্ত পারফরম্যান্সে আর্সেনালের জয়

সেপ্টেম্বর 20, 2024
by

গোলশূন্য ড্র হলেও ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। শুনতে অবাক লাগলেও স্প্যানিশ গোলরক্ষকের নৈপূণ্যেই জয়বঞ্চিত হয়েছে আতালান্তা। পেনাল্টিসহ মুহূর্তের ব্যবধানে দুটি সেভ করে দলকে ১ পয়েন্ট পাইয়ে দিয়েছেন রায়া।

ইতালির গেভিস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার রাতে আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তা।

বলের দখল কিংবা আক্রমণ, এদিন দুদলই ছিল সমানে সমান। তবে রায়া ওই সেভটি না করলে ফলাফল নিশ্চতভাবেই ভিন্ন হতো।
চোটের কারণে অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে ছাড়াই এদিন খেলতে নামে আর্সেনাল। তবে চোট শঙ্কা কাটিয়ে এদিন শুরুর একাদশেই মাঠে নামেন ক্লাবটির ২৩ বছর বয়সী উইঙ্গার বুকায়ো সাকা।

ম্যাচের প্রথমার্ধের প্রথম ত্রিশ মিনিটে একচেটিয়া আধিপত্য বিস্তার করে আর্সেনাল। সাকার নৈপুণ্যে ম্যাচের ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা, কিন্তু তার রক্ষণ দেওয়ালভেদী নিচু ফ্রি কিক কোনোমতে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আতালান্তা গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চি।

এ সময় রক্ষণে মনোযোগ দেয় আতালান্তা। এরপর অবশ্য বলের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে তারা। তবে প্রথমার্ধে দুদলের কেউই পরিষ্কার কোনো সুযোগ তৈরিতে ব্যর্থ হলে স্কোরলাইন অপরিবর্তিত রেখেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর মাঠে নামার ষষ্ঠ মিনিটেই গোলপোস্টের সামনে চমক দেখান রায়া।

বাঁ পাশ দিয়ে বক্সে ঢোকার সময় আতালান্তার ব্রাজিলিয়ান মিডফিল্ডার এদেরসনকে ফাউল করেন আর্সেনাল মিডফিল্ডার থমাস পার্তি। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ফরোয়ার্ড মাতেও রেতেগি স্পট কিক নিলে ডান দিকে ঝাঁপিয়ে বল ফিরিয়ে দেন রায়া। তবে তখনও দলকে বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফলে এগিয়ে গিয়ে ফের শট নেন রেতেগি, কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় আবারও ঝাঁপিয়ে তার শট ক্লিয়ার করেন ২৯ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক।
এরপর ম্যাচের ৬৭তম মিনিটে আর্সেনালের রক্ষণে ভীতি ছড়ায় আতালান্তা। বদলি হিসেবে নামা হুয়ান কুয়াদরাদোর শট ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়।

এর কিছুক্ষণ পর সাকাকে উঠিয়ে নিয়ে রাহিম স্টার্লিংকে মাঠে নামান আর্তেতা। মাঠে নেমেই বিরল এক কীর্তি গড়েন এই ইংলিশ মিডফিল্ডার।

প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের চারটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামলেন তিনি। এর আগে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও চেলসির হয়ে ইউরোপের এলিট লিগে খেলতে দেখা গেছে ২৯ বছর বয়সী এই ইংলিশ ফুটবলারকে।

৭৫তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ একটি সুযোগ তৈরি করেন স্টার্লিং। কিন্তু তার থ্রু পাস ধরে প্রতিপক্ষের বক্সে ঢুকে শেষমেষ বল উড়িয়ে মেরে দেন গাব্রিয়েল মার্তিনেল্লি। ফলে হতাশ হয় ইংলিশ সমর্থকরা।

বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণই শানাতে পারেনি দুই দলের কেউ। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে আগামী ২ অক্টোবর শাখতার দোনেৎস্কের মাঠে যাবে আতালান্তা। বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় শুরু হবে ম্যাচটি। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের পরের ম্যাচ ঘরের মাঠে, পিএসজির বিপক্ষে ১ অক্টোবর মাঠে নামবে তারা।

দিনের অপর ম্যাচে দশ জনের বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব মোনাকো। এছাড়া শুরুতে পিছিয়ে পড়েও লাইপসিগের বিপেক্ষ ২-১ গোলের জয় তুলে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। আর আর ফেয়েনুর্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বায়ের লেভারকুজেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

এবার প্রকাশ্যে চবি শিবিরের সভাপতি-সেক্রেটারি

ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে

সালমান-আমিরের থেকেও কেন বড় তারকা শাহরুখ, জানালেন জাভেদ

বলিউড বাদশাহ শাহরুখ খান। তিন দশক ধরে তার অন্তর্ভেদী দৃষ্টি,