বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দ্রোহের গান ও আজাদী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়ে শেষ হয় রাত ১০টায়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বানে দ্রোহের গান করেছে কলরব শিল্পীগোষ্ঠী ও সুর মোহনা সাংস্কৃতিক সংসদ। অনুষ্ঠানে বরিশালের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের ইসলামিক অনুষ্ঠান হয়েছে। এই ধরণের অনুষ্ঠান দেখে খুবই ভালো লাগছে,আমরা আনন্দিত। মুক্তজ্ঞানচর্চা ও সাংস্কৃতিক আয়োজন হোক এটাই চাওয়া। এ ধারা অব্যাহত রাখার আহ্বান করেন তারা।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় মুক্ত চর্চার কেন্দ্র হলেও বিগত বছরগুলোতে ইসলামপন্থীরা নানা বৈষম্যের শিকার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় সংস্কৃতি চর্চা হবে, মুক্তজ্ঞান চর্চা হবে এটাই স্বাভাবিক। কিন্তু এতদিন এটা হতে দেয়নি। দেশের মানুষ এখন নতুন করে স্বাধীনতা ভোগ করবে। সবারই বাক স্বাধীনতা থাকবে। এ ধরণের আয়োজন অব্যাহত থাকুক। গত দুদিনে যে সাংস্কৃতিক সন্ধ্যা হয়েছে তা আয়োজন করতে পেরে সাধারণ শিক্ষার্থীরা আনন্দিত। এই আয়োজনের মাধ্যমে আমরা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি ও মুক্ত চর্চার পূর্ণতা পাক সেই কামনা করি।