উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগের দাবি জানান তারা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এতে রাস্তার উভয় পার্শ্বে কয়েক কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। পরে এক ছাত্রসমাবেশের মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক ছেড়ে আন্দোলন স্থগিত করেন তারা।
এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান ফটকের সামনে মহাসড়কে এসে অবরোধ করেন তারা। এ সময় আন্দোলনকারীদের হাতে ‘বিশ্বমানের ভিসি চাই’, ‘সংস্কারমনা ভিসি চাই’, ‘সেশনজটের কবর দে’, ‘ইবির আঙ্গিনায় দুর্নীতিবাজের ঠাঁই নাই’ ইত্যাদি লেখা সম্বলিত ফেস্টুন দেখা যায়।
ছাত্রসমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুখলেচুর রহমান সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর সৌরভ, নাহিদ হাসান, সায়েম আহমেদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুখলেচুর রহমান সুইট বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একজন সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত, সংস্কারমনা ও বিশ্বমানের ভিসি নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি। না হলে কঠোর কর্মসূচি ঘোষণারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ছাত্র-জনতার সফল গণ-অভ্যুত্থানের পরে গত ৮ আগস্ট পদত্যাগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। এরপর থেকে উপাচার্যশূন্য রয়েছে বিশ্ববিদ্যালয়টি।