জুলাই বিপ্লবে আহত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য হিউস্টনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজিত হচ্ছে। হিউস্টনের প্রবাসী বাংলাদেশিরা এই কনসার্টের আয়োজন করেছেন। সংগ্রহ করা তহবিল বাংলাদেশের এনজিও নারীপক্ষের মাধ্যমে আহত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিভার্সিটি অব হিউস্টন স্টুডেন্ট সেন্টার থিয়েটারে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। হিউস্টন, অস্টিন এবং ডালাসের জনপ্রিয় ব্যান্ড ‘হিউস্টন জ্যাম সেশন’, ‘অকটেভ’ এবং কণ্ঠশিল্পী কুহু এই কনসার্টে গান পরিবেশন করবেন।
এছাড়াও, মিউজিশিয়ান বাবনা করিম একটি সলিডারিটি বক্তব্য দেবেন। কবি মোশাররফ হোসেন পাটওয়ারী নাহিদের কবিতা ‘অপারগতার গ্লানি’ কবি সাগর সেন আবৃত্তি করবেন। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে একটি বিশেষ প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে।