প্রায় তিন বছর পর ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে জয় পেলো চেলসি। শনিবার (২১ সেপ্টেম্বর) লন্ডন ডার্বিতে নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে ৩-০ গোলের জয় পায় দ্য ব্লুজরা। এতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চেলসি। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি (১২)।
ওয়েস্ট হ্যামের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় চেলসি। আড়াআড়ি শটে প্রতিপক্ষের জালে বড় জড়াল জ্যাকসন। প্রথমার্ধে আরও একটি গোল করেন তিনি। ১৮ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে বক্সে ঢুকে ওয়েস্ট হ্যামের গোলকিপারের পরাস্ত করে নিচু শটে জাল খুঁজে পান সেনেগালিজ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে জ্যাকসনের অ্যাসিস্টে দলের তৃতীয় গোলটি করেন কোল পালমার। এর আগে ওয়েস্ট হ্যামের মাঠে ২০২১ সালের ডিসেম্বরে সর্বশেষ ম্যাচ জিতেছিল চেলসি। এরপর ৩ ম্যাচের দুটিতে ড্র এবং অন্যটিতে হেরে যায় ব্লুজরা। অবশেষে লন্ডন স্টেডিয়ামে জয়খরা কাটালো চেলসি।