দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আতিশি মারলেনা। আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকার পর মুক্তি পেয়ে পদত্যাগ করেন অরবিন্দ কেজরিওয়াল। এরপর দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন আতিশি।
শনিবার (২১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আম আদমি পার্টির নেতা আতিশি শনিবার রাজ নিবাসে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হলেন তিনি। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ভারতে দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী আতিশি।
ভারতীয় সংবাদমাধ্যম এ সময় জানিয়েছে, দায়িত্ব কাঁধে নেওয়ার আগে শনিবার সকালে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন আতিশি। শপথ বাক্য পাঠ করানোর পর কেজরিওয়ালের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। এমনকি তাকে গুরু হিসেবে উল্লেখ করেন আতিশি।
৪৩ বছর বয়সী আতিশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। রাজনীতিবিদ হিসেবে তিনি ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন। তার নেতৃত্ব দিল্লিতে আম আদমি পার্টির অবস্থান আরও সংহত করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, আগাম নির্বাচনের দাবি জানিয়ে আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রোববার (১৫ সেপ্টেস্বর) দুপুরে দলীয় সম্মেলনে নিজেই এ কথা ঘোষণা করেন তিনি। এ সময় তিনি জানান, পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে আর ফিরবেন না।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় ৬ মাস জেলে ছিলেন কেজরিওয়াল। শীর্ষ আদালতের নির্দেশে গত শুক্রবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন দিল্লির এই মুখ্যমন্ত্রী। জেলমুক্তির দুদিনের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
সংবাদমাধ্যম বলছে, সব কিছু ঠিক থাকলে প্রায় পাঁচ মাস পরই দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত নির্বাচন হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এর আগ পর্যন্ত আতিশি দায়িত্ব পালন করবেন।