চিত্রনায়িকা তমা মির্জা ও পরিচালক রায়হান রাফীর প্রেমের গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রির মানুষের মুখে মুখে। দুজনের একসঙ্গে চলাফেরা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট; এককথায় একাকার ছিলেন তমা-রাফী। শুধু তাই নয়, পরিচালক কোনো সমস্যায় পড়লেও এগিয়ে আসতেন নায়িকা।
দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেমের রূপ নিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সবাই অপেক্ষায় ছিলেন কবে বিয়ের ঘোষণা দেন তমা-রাফী। শেষ পর্যন্ত দুজনের সম্পর্ক বিয়ে অবধি পৌঁছানোর সম্ভাবনার ইতি টেনেছেন রাফী। দুজনের সম্পর্ক নিয়ে পরিচালক জানিয়েছেন, তাদের বন্ধুত্বের জায়গা আগের মতোই রয়েছে। তবে গুঞ্জন যেটা ছিল সেটি আর নেই।
তুফানের নির্মাতার বক্তব্য থেকে নেটিজেনরা আঁচ করে নিয়েছে, তমার সঙ্গে টানাপড়েন চলছে রাফীর। তবে কি ভেঙে গেল তমা-রাফীর প্রেম! ইন্ডাস্ট্রির অনেকেই বলেছেন, হয়তো দুজনের মনোমালিন্য হয়েছে। সেখান থেকেই হয়তো অভিমানের সুরে কথাটি বলে থাকতে পারেন রাফী।
অবশেষে প্রেম-বিচ্ছেদ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন অভিনেত্রী তমা মির্জা। রায়হান রাফীর সঙ্গে প্রেম ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে তমা জানান, রাফির সঙ্গে প্রেম ছিল—এটা তিনি কখনো বলেননি। তাই বিচ্ছেদের বিষয়টা এখন কেন আসছে, সেই প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা। প্রেমের গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করলে তমা উত্তর দেন, আমার নিজের দেশের সাংবাদিক বন্ধুরাও এ বিষয়ে জানতে চেয়েছেন। জবাব দিতে পারিনি। কারণ, আমার কাছেই জবাব নেই।
রায়হান রাফী পরিচালিত সিনেমায় আগামীতে তমাকে দেখা যাবে কিনা, এ বিষয়ে নায়িকা বলেন, আমি পেশাদার। মাকে হাসপাতালে ভর্তি করে কাজ করেছি। কিন্তু এর থেকেও বেশি কিছু মায়ের সঙ্গে ঘটে গেলে, তখন আমি কাজ করতে পারব না। একই ভাবে, ভালোবাসা মুছে গেলেও সেই মানুষটির সঙ্গে আগের মতো খুব স্বাভাবিকভাবে কাজ করে যাব— সেটাও পারব না। আমি অবশ্যই অভিনেত্রী, কিন্তু এতটাও পেশাদার নই।
রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে। এরপর পরিচালকের ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় আসেন। এতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো।