নতুন মৌলিক গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী তামান্না হক। এটি মিউজিক ভিডিও আকারে আসবে বলে জানিয়েছেন শিল্পী নিজেই। এর আগে তিনি জানিয়েছিলেন মায়ার বাঁধনে জড়িয়েছেন। কিন্তু তখন জানাননি তিনি কার মায়ার বাঁধনে পড়েছেন।
এবার তিনি সেটা খোলাসা করেছেন। তামান্না জানিয়েছেন, ‘মায়ার বাঁধন’ আসলে তার গাওয়া নতুন গানের শিরোনাম। গানটির কথা ও সুর করেছেন সোহেল খান। সংগীত পরিচালনায় রোহান রাজ। গানটি স্যাড রোমান্টিক কথা দিয়ে সাজানো হয়েছে বলে জানিয়েছেন তামান্না।
কণ্ঠশিল্পী তামান্না জানান, এই গানটির আগে সর্বশেষ মুক্তি পেয়েছে তার গাওয়া ‘আমি তোরে ভালোবাসি’। গানটি শ্রোতাপ্রিয়তা পাওয়ার পর আসছে নতুন গান ‘মায়ার বাঁধন’। এটি SLK ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মনির।
নতুন গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত গায়িকা তামান্না হক। গানটি নিয়ে তিনি বলেন, ‘দারুণ কথা ও সুরের এই গানটির দুর্দান্ত একটি মিউজিক ভিডিও তৈরি হয়েছে। আমার বিশ্বাস গানটি আমার শ্রোতা, দর্শক ও ভক্তদের মন জয় করতে সক্ষম হবে।’