হঠাৎ অশান্ত ক্রীড়া পরিদপ্তর, ধর্মঘটের ডাক ক্রীড়া অফিসারদের

সেপ্টেম্বর 22, 2024
by

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠান ক্রীড়া পরিদপ্তর। শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধূলা ও শারীরিক শিক্ষা কলেজ পরিচালনা করাই মূলত এই প্রতিষ্ঠানের কাজ। সেই প্রতিষ্ঠানে আজ আকস্মিকভাবে মানববন্ধন করেছেন কয়েকটি জেলার ক্রীড়া অফিসার, পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শারীরিক শিক্ষা কলেজের শিক্ষকগণ। তাদের এই মানববন্ধনে দাবি, পরিদপ্তরের পরিচালক আ ন ম তরিকুল ইসলামের অপসারণ।

বাংলাদেশে এখন জেলা-বিভাগীয় পর্যায়ে ৫১ জন ক্রীড়া অফিসার রয়েছেন। এর মধ্যে ৪০ জনই আজ পরিদপ্তরে হাজির হয়েছিলেন মানববন্ধনে। সেখানে ঠাকুরগাও জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান বলেন, ‘পরিচালক হিসেবে তার উচিত ছিল সবাইকে সমান দৃষ্টিতে আগলে রাখা। তিনি সেটা না করে উল্টো ডিভাইড এন্ড রুল করে বৈষম্য করেন। বৈষম্যবিরোধী সফল আন্দোলনের পর ক্রীড়াঙ্গনে আমরা এমন বৈষম্যকারীকে চাই না। তিনি অপসারিত না হলে আমরা ক্রীড়া অফিসাররা জেলা পর্যায়ে ধর্মঘটে যাব।’

আজকের মানববন্ধনে নেতৃত্ব দিয়েছেন পরিদপ্তরের সহকারী পরিচালক আলিমুজ্জামান। তিনি পরিচালক তরিকুল ইসলামের কর্মকান্ডকে বলেছেন লাল ফিতার দৌরাত্ন। একই সঙ্গে তার বিরুদ্ধে সততার অভাবসহ নানা অভিযোগ এনেছেন। 

ক্রীড়া পরিদপ্তরের প্রধান পরিচালক যিনি যুগ্ম সচিব পদমর্যাদার। তরিকুল ইসলাম পরিদপ্তরে এসেছেন এক বছরের মতো। এই স্বল্প সময়ের মধ্যে কয়েকজন ক্রীড়া অফিসার ও সংশ্লিষ্ট কয়েকজন তরিকুলের প্রশংসা করেছিলেন। কিছু দিন আগে ক্রীড়া মন্ত্রণালয় থেকে তরিকুল ইসলাম জাতীয় শুদ্ধাচার পুরস্কারও পেয়েছেন। সেই পুরস্কারকে এখন পরিদপ্তরের অনেকে বলছেন, তার দলীয় পরিচয় রয়েছে তাই এমন স্বীকৃতি পেয়েছেন এবং তিনি দলীয় প্রভাব খাটাতেন অধনস্তদের ওপর।

পরিচালক তরিকুল ইসলামের নিজ কার্যালয়ে আসার পরিবেশ নেই। তার ওপর আনীত অভিযোগ ও সামগ্রিক প্রেক্ষাপটে অত্যন্ত বিস্মিত হয়ে তিনি বলেন, ‘ক্রীড়া পরিদপ্তরের ইতিহাসে কখনো মন্ত্রণালয়ে অর্থ ফেরত দেয়া হয়নি। আমার এই স্বল্প সময়ের মধ্যে কোটি টাকার বেশি ক্রীড়া মন্ত্রণালয়ে অর্থ ফেরত দেওয়া হয়েছে। বেশ স্বচ্ছতা ও নিরপক্ষেতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছি। এর বিপরীতে তারা যে ভাষায় কথা বলছে, এ নিয়ে আমার কোনো কিছু বলারই রুচি নেই।’

জাতীয় ক্রীড়া পরিষদে কর্মচারীদের অনেকে শৃঙ্খলের মধ্যে ছিলেন না। জাতীয় ক্রীড়া পরিষদের নতুন সচিব আমিনুল ইসলাম আগমনের পর কর্মচারীরা খানিকটা চাপে পড়েন। এনএসসি স্টাফের অসুস্থতাজনিত মৃত্যুকে কেন্দ্র করে সচিবের অপসারণ দাবি করেছিলেন কর্মচারীরা। পরবর্তীতে মন্ত্রণালয়ের সচিবের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিভিন্ন সূত্রের খবর, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক তরিকুল ইসলামও বেশ কঠোর হাতে ক্রীড়া পরিদপ্তর পরিচালনা করছেন। বেশ কয়েকটি ফাইল আটকানোতেই নাকি আন্দোলন-মানববন্ধন চলছে।

আন্দোলনকারীরা যুব ও ক্রীড়া উপদেষ্টাকে পরিদপ্তরের পরিচালক তরিকুল ইসলামের অপসারণ চেয়ে স্মারকলিপি দিয়েছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদও বিষয়টি নিয়ে জ্ঞাত। চলতি সপ্তাহেই তিনি অবসরে যাচ্ছেন। এই সংকট নিরসনে তিনিই উদ্যোগ গ্রহণ করবেন, নাকি নতুন সচিব আসার পর হবে সেটাই দেখার বিষয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মিরসরাইয়ে জামায়াতের সভায় হামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত সাধারণ সভায় হামলার অভিযোগ পাওয়া

কানপুরে বাংলাদেশকে হারাতে না পারলে বড় ধাক্কা খাবে ভারত

লড়াইটা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে হলেও ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।