অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশ সরকার ইলিশ মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, কেনাবেচা, মজুত ও বিনিময় নিষিদ্ধ করেছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছটির সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। সরকার দেশীয় বাজারে ইলিশের দাম যাতে অতিমাত্রায় বৃদ্ধি না পায় সেদিকে লক্ষ্য রাখছে।
যদি ইলিশ রপ্তানির ফলে দেশীয় বাজারে ইলিশের দাম বৃদ্ধি পায়, তাহলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।