অভিনয় তো বটেই, বলিউড স্টার রণবীর কাপুরের স্টাইল ও লুকস নজর কাড়ে তার ভক্তদের। তবে প্রিয় তারকার স্বাস্থ্য নিয়ে এবার বেশ উদ্বিগ্ন হয়ে উঠেছন তার অনুরাগীরা। কেননা, হঠাতই চেহারায় পরিবর্তন দেখা যাচ্ছে রণবীরের। তার মুখমণ্ডলে ভেসে উঠেছে শীর্ণতা! চোখে পড়ছে না সেই চেনা জ্যোতি, ম্লান হয়ে গেছে মুখটাও।
সম্প্রতি দেখা গেছে, অযত্নেই বেড়ে উঠছে রণবীরের দাড়ি। পোশাকেও আগের মতো উজ্জ্বলতা নেই। বলি-তারকার এমন রূপ প্রকাশ্যে আসায় বিচিলিত বোধ করছেন তার ভক্তরা।
সম্প্রতি ফ্রান্স গিয়েছিলেন রণবীর। সেখানে অভিনেতার সঙ্গে ছবিবন্দি হন তার এক ভক্ত। সেই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানেই অমন রূপে দেখা যাচ্ছে রণবীরকে। ছবিটি দেখে অনুরাগীদের প্রশ্ন— কী হয়েছে রণবীরের? তিনি কি অসুস্থ?
কোনো কোনো ভক্ত বলছেন, রণবীরের মুখে বয়সের ছাপ পড়েছে। হতাশার সুরে আরেক অনুরাগী লিখেছেন, ওর মুখ থেকে সেই লাবণ্যটাই চলে গেছে। কেন ওকে এত বয়স্ক ও অসুস্থ দেখতে লাগছে? তবে অনেকের অনুমান, নতুন কোনো চরিত্রের জন্য নিজের ওজন কমিয়েছেন রণবীর।