রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজার এলাকায় সুশীল সরকার (৪৮) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে চরমপন্থি দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কাটাখালী বাজার তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুশীল সরকার উপজেলার হাউলিকেউটিল এলাকার মৃত মনিন্দ্র নাথ সরকারের ছেলে। তার বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে।
নিহতের ছোট ভাই সুনিল সরকার জানান, আমি জামতলা থেকে যাওয়ার সময় পথিমধ্যে সবাই আমাকে জানায় আমার ভাইকে আক্রমণ করা হচ্ছে। আমি দ্রুত ঘটনাস্থলে গেলে কাটাখালী মোরের ইমদাদুলের চায়ের দোকানের পাশে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। অতি দ্রুত তাকে রিকশায় তুলে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, আমি মোবাইলে ফোনে হত্যাকাণ্ডের ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যাই। সেখান থেকে হাসপাতালে এসে তাকে মৃত দেখতে পাই। যতদূর শুনেছি সে চরমপন্থি দলের সদস্য ছিল এবং আমরা ধারণা করছি, দলের অভ্যন্তরীণ কোন্দলে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তার গলায় ছুরির আঘাত এবং তলপেটে গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার আসল কারণ জানা যাবে। কে বা কারা হত্যা করেছে জানা যায়নি তবে তদন্ত চলমান রয়েছে।