লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিন শতাধিক মানুষ।
সোমবার (২৩ সেপ্টম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকাল থেকে ইসরায়েল এ হামলা চালিয়েছে। এতে এসব লোকজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আজ লেবাননে প্রায় ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। তাদের এমন দাবির পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হতাহতের বিষয়ে এ তথ্য জানিয়েছে।