চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসাইন (৪২) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। তিনি বারৈয়ারঢালা ইউনিয়নের জামায়াত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে সীতাকুণ্ড যাওয়ার পথে পৌর সদরের কসাই খানার (গরু জবাইয়ের স্থান) সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার বারৈয়ারঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মুহুরি বাড়ির বীর মুক্তিযোদ্ধা মৃত ইসহাক মিয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, সকালে আনোয়ার হোসাইন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে সীতাকুণ্ড সদরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদর এলাকার কসাইখানার সামনে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং কাভার্ডভ্যান চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায়। আনোয়ার হোসেন এলাকায় সমাজসেবক হিসেবে যথেষ্ট পরিচিতি। হঠাৎ তার মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। তার দুই কন্যাসন্তান রয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কুমিরা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিহত আনোয়ার হোসাইনের মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। কাভার্ডভ্যানটি আটক করা যায়নি।