গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন সাতমাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. সোহেল রানা ঢাকার আশুলিয়া থানার আউকপাড়া গ্রামের মো. হানিফ আলীর ছেলে।
মানিকগঞ্জ র্যাব-৪, সিসিসি-৩ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলার ভিকটিম মো. তানিম (২৫)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে টাকা নিয়ে বিরোধ চলছিল আসামি সোহেলের। ২০১৭ সালের ২২ জুলাই সকালে আসামি সোহেল রানা ভিকটিমকে ঢাকার কাফরুল থানাধীন পলাশনগর এলাকায় দেখা করে পাওনা টাকা নিতে বলে।
ভিকটিম আসামির কথায় বিশ্বাস করে উল্লিখিত স্থানে দেখা করে আসামির নিকট পাওনা টাকা চাইলে সোহেল, ফরহাদ, আশিক ও নজরুল ভিকটিমকে জোরপূর্বক একটি গাড়িতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ভিকটিমের মায়ের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে।
পরে ভিকটিমের মা আসামিদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মুক্তিপণ না দেওয়ায় আশুলিয়া থানাধীন খাগান গ্রামের জঙ্গলে ভিকটিমকে মেরে ফেলে রেখে যায়। ওই ঘটনায় ভিকটিমের মা আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের বিচারক ২০২০ সালের ৯ নভেম্বর সোহেলের মৃত্যুদণ্ড দেন।
র্যাব ৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ আরিফ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকে সোহেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাবের যৌথ একটি টিম। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে সোহেলকে হস্তান্তর করা হয়েছে।