অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছেন বিজিবি সদস্যরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে সীমান্তের মেইন পিলার ৭-এর সাব-পিলার ৬৩-এর কালিয়ানী মণ্ডলপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক বাংলাদেশি তিন নাগরিক হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি গ্রামের উদয় কান্তি বাহারের ছেলে উৎসব নারায়ণ বাহার, একই গ্রামের অরবিন্দ বাহারের ছেলে শুভ বাহার এবং গনেশ চন্দ্র মণ্ডলের ছেলে উত্তম কুমার মণ্ডল।
বিজিবি সূত্র জানায়, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে কয়েকজন লোক ভারতে যাওয়ার চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের বৈকারী বিওপির একটি টহল দলের সদস্যরা রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালান এবং তিনজনকে আটক করেন বিজিবি সদস্যরা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চাকরির উদ্দেশে ভারতে যাচ্ছিল। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন পাওয়া যায়।
সাতক্ষীরার বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, আটক বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।