সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক সালমা খাতুন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- তাড়াশ উপজেলার পেঙ্গুয়ারী গ্রামের গোলাম মোস্তফার ছেলে হাসিব উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরন, একই গ্রামের মো. সিদ্দিকের ছেলে মো. আতিক ও মৃত ইউনুস আলীর ছেলে মো. নয়ন।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের পেশকার মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে পেশকার মোক্তার হোসেন বলেন, ২০১৫ সালের ১১ জুন রাত ১০টার দিকে ভিকটিম ও তার স্বামী মিলে আসামি হাসিব উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরনের ভাড়ায়চালিত মোটরসাইকেলে তাড়াশের আলেফের মোড় হতে পেঙ্গুয়ারী গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলেটি উপজেলার ওয়াবদা বাঁধ থেকে রানীহাটগামী আঞ্চলিক সড়কের রাঙ্গাপাড়া নামক স্থানে পৌঁছলে পাঁচজন মিলে গতিরোধ করা হয়।
ওই সময় তারা ভিকটিমকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার সময় ভিকটিমের স্বামীকে চোখ বেঁধে রেখে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ১২ জুন তাড়াশ থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে সবার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন বিচারক। বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।