জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে চারজন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী দুই বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন। এ সময় তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আলী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফেরদৌস হোসেন।