গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে নিজের অবসর পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন সাকিব আল হাসান। এবার চলমান ভারত সফরের দ্বিতীয় টেস্টের আগে একেবারে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর দেখা যাবে না তাকে, এমনটাই জানিয়েছেন তিনি। সাদা পোশাকে ক্যারিয়ারের ইতি টানবেন অক্টোবরেই ঘরের মাটিতে।
চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর অক্টোবরে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি।
একই সঙ্গে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে এসব জানিয়েছেন সাকিব।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজে তিনি খেলবেন কি না এমন এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘দেখুন, এখন পর্যন্ত আমি তো এভেলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’