ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ খেলতে নেমেছে বাংলাদেশ। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর ব্যাট করতে নেমে সফরকারীদের দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম মিলে শুরুটাও খারাপ করেননি। তবে দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি।
দুই ওপেনার মিলে শুরুটা ভালো করলেও আজ রানের খাতাই খুলতে পারেননি জাকির হাসান। কানপুরের পিচে আজ শুরু থেকেই সুইং পাচ্ছিলেন ভারতীয় পেসাররা। জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজদের দেখেশুনেই খেলছিলেন দুই টাইগাররা ওপেনার। অষ্টম ওভারে বোলিংয়ে পরিবর্তন আনেন রোহিত। একপ্রান্তে রবিচন্দ্রন অশ্বিন আর অপরপ্রান্তে আনেন আকাশ দীপকে। এতে অবশ্য কাজও হয়েছে।
নবম ওভারে আকাশ দীপের বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছে জাকির হাসান। এর আগে তিনি ২৩ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। এদিকে জাকির ফেরার পর আরেক ওপেনার সাদমানও ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।
দলীয় ২৬ রানে জাকির ফেরার পর স্কোরবোর্ডে আর ৩ রান যোগ হতেই আউট হন সাদমান। আকাশের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে তাকে ফিরতে হয়েছে, এর আগে তিনি করেছেন ২৪ রান।
দ্রুত দুই ওপেনারকে হারানোর পর ক্রিজে মমিনুলের সঙ্গী হন নাজমুল শান্ত। ভারতীয় বোলারদের দেখেশুনে খেলে এরপর দুজন মিলে সকালের সেশনটা কাটিয়ে দিতে পেরেছেন। এ দুজনের ৪৫ রানের জুটিতে স্কোরবোর্ডে ৭৪ রান তুলে মধ্যাহ্নবিরতিতে যায় টাইগাররা। এর আগে অবশ্য কানপুরে বৃষ্টিও নেমেছিল। ২৬ তম ওভারের খেলা চলাকালীনই বৃষ্টি নামলে দুই দলই মাঠ ছাড়ে।