গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত পুরান ঢাকার ধোলাইখালের আব্দুল্লাহ সিদ্দিক আরবার পরিবারকে এবং আহত যুবদল নেতা শুভর পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় রাজধানীর ধোলাইখাল রিকন্ডিশন ইঞ্জিন ও মটরপার্টস মালিক সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহত আরবার পরিবারকে ও গুলিবিদ্ধ সূত্রাপুর থানা যুবদল নেতা শুভকে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হামিদুর রহমান হামিদ।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মহসিন আলী লিটন, সূত্রাপুর থানা যুবদলের সাবেক সভাপতি জাবেদ কামাল রুবেল, সমিতির সভাপতি হাজী মো. ইস্রাফিল, সাধারণ সম্পাদক তুষার আহমেদ ইমরান, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, নুর নবী পলাশ, অন্যদের মধ্যে সাইদুর রহমান সাইদ, ইরফান আহমেদ ফাহিম, নাজমুল হাসান, সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন জসিমসহ থানা ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতারা।
সভায় ছাত্রআন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মুনাজাত করা হয়।