লেবাননের হিজবুল্লাহ্ গোষ্ঠীর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব স্থল অভিযান শুরু করবে ইসরায়েল। ইসরায়েলের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার এ কথা বলেছেন। তিনি বলেছেন, লেবাননে অভিযানের ব্যাপারে আমরা প্রতিদিন প্রস্তুতি নিচ্ছি এবং এটি আমাদের পরিকল্পনায় রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই অভিযান শুরু করার চেষ্টা করব। বৈরুত থেকে এএফপি এ কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চলতি সপ্তাহে লেবাননে সংঘাত থামাতে ব্যর্থ হওয়ার পর উভয়পক্ষে সংঘর্ষ চলার প্রেক্ষাপটে ইসরায়েলি কর্মকর্তারা এ কথা বলেন। সম্প্রতি ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টাহামলা বেড়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
শুধু চলতি সপ্তাহেই লেবাননে ইসরায়েলি হামলায় ৭শর বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, হামলায় হিজবুল্লাহর অনেক সদস্য নিহত হয়েছে এবং ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে কমে গেছে।
এদিকে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজিহালেভি হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানের সম্ভাব্যতার বিষয়টি সামনে আনার পর ওই কর্মকর্তা বলেছেন, সব ধরনের বিকল্পই আমাদের হাতে রয়েছে।