নেত্রকোনার কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বাড়ি ও ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বৈখেরহাটি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার মধ্য রাতে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয় আগুন দেখতে পেয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে নেত্রকোনা সদর ও মদন ফায়ার সার্ভিসে সহযোগিতা চাওয়া হলে তাদের সহযোগিতায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পুড়ে যাওয়া একটি লাইব্রেরি দোকানের মালিক রূপক কুমার অধিকারী বলেন, অগ্নিকাণ্ডে দুটি বাড়ি ও ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রাতের বেলা হওয়ায় অনেক বেশি ক্ষতি হয়েছে। আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি।
কেন্দুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. এমদাদদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ৩টা ৫৫মিনিটে আগুনের খবর পাই। ভয়াবহতা দেখে নেত্রকোনা ও মদন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারাসহ তিন ঘণ্টার প্রচেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে দুটি বাড়ি ও ১০টি দোকান পুড়ে গেছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, হোটেল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।