শেরপুরের নালিতাবাড়ীতে ফজিলা বেগম নামে ৮০ ঊর্ধ্ব এক বৃদ্ধা লিচু গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা বেগম ওই গ্রামের হাবিল উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ফজিলা বেগম শরীরে জ্বালাপোড়া, পেটের ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন। শুক্রবার রাতের খাবার শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। এর কিছু সময় পর পুত্রবধূ শ্বাশুড়ির ঘরের দরজা খোলা দেখে তার স্বামীকে জানান। পরে বাড়ির সবাই খোঁজাখুঁজি করে আঙিনার পাশে থাকা লিচু গাছের ডালে ফজিলার মরদেহ ঝুলে থাকতে দেখেন। বৃদ্ধা ফজিলার স্বামী শতবর্ষী হাবিল উদ্দিনও দীর্ঘসময় ধরে স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে অচেতন অবস্থায় শয্যাশায়ী রয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে নিহত বৃদ্ধার পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য ডিসি অফিসে আবেদন করতে গিয়েছেন। আবেদন মনজুর হলে থানা থেকে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।