লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সর্বশেষ জীবিত সিনিয়র সামরিক কমান্ডার আবু আলী রিদাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) নতুন করে লেবাননের রাজধানী বৈরুত দখলদার ইসরায়েলের হামলায় কেঁপে ওঠে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, আজকের হামলার লক্ষ্য ছিলেন আবু আলী রিদা। তিনি হিজবুল্লাহর বদর ইউনিটের কমান্ডারের দায়িত্বে আছেন। এই ইউনিটটি দক্ষিণ লেবাননের সেকেন্ড লাইন অব ডিফেন্সের দায়িত্বে আছে। এই ইউনিটের সেনারা সীমান্ত অঞ্চল থেকে একটু দূরে অবস্থান করেন।
সংবাদমাধ্যমটি আরও বলেছে, হিজবুল্লাহর যত সিনিয়র সামরিক কমান্ডার আছেন তাদের মধ্যে জীবিত ছিলেন শুধুমাত্র আবু আলী রিদা। যদি আজকের হামলায় রিদার মৃত্যু হয় তাহলে হিজবুল্লাহর সিনিয়র কোনো সামরিক কমান্ডার আর বেঁচে থাকবেন না।
গত শুক্রবার বৈরুতে বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তার সঙ্গে একই হামলায় প্রাণ হারান অন্তত আরও ২০ কমান্ডার।
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামলা চালানোর তথ্য জানালেও; কাকে লক্ষ্য করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি।
লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা বলেছে, ‘ইসরায়েলি যুদ্ধবিমান ভয়াবহ হামলা চালিয়েছে।’ দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এএফপিকে বলেছে, “ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে।”
হামলার পরপরই সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।
এদিকে গত কয়েকদিন ধরে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের এসব হামলায় হিজবুল্লাহর অসংখ্য সদস্য ও কমান্ডার ছাড়াও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।