নিউক্যাসল ইউনাইটেডের মাঠে দিনের শুরুতে হোঁচট খেয়ে প্রতিপক্ষ দলগুলোকে যে সুযোগ করে দিয়েছিল ম্যানচেস্টার সিটি, তা দারুণভাবে কাজে লাগিয়েছে লিভারপুল। চেনা ছন্দে নিজেদের মেলে ধরতে না পারলেও কোনোমতে জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে আর্নে স্লটের দল।
প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মলিনো স্টেডিয়ামে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল।
প্রথমার্ধের যোগ করা সময়ে ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর বিরতির পর মাঠে নেমেই উলভসকে সমতায় ফেরান রায়ান আইত-নুরি। এরপর ৬১তম মিনিটে পেনাল্টি পেলে স্পট কিক থেকে লিভারপুলের জয়সূচক গোলটি করেন মোহাম্মদ সালাহ।
এর ফলে ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে সিটিকে টপকে টেবিলের শীর্ষে উঠল লিভারপুল। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। সিটির সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল। আর ব্রাইটনের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতে ১ পয়েন্টে পিছিয়ে থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে এনসো মারেসকার চেলসি।
উল্লেখ্য, এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। রবিবার ইপসউইচ টাউনের বিপক্ষে মাঠে নামবে উনাই এমেরির শিষ্যরা। ম্যাচটি জিততে পারলে লিভারপুলের সমান ১৫ পয়েন্ট নিয়ে সিটিকে তিনে ঠেলে দুইয়ে উঠে আসবে বার্মিংহ্যামের এই দলটি।