বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা: মিরাজ, ইমন ও রাকিবের ফিরতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বিরুদ্ধে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে বেশ কয়েকজন অনুপস্থিত ক্রিকেটারের ফিরে এসেছে।
মূলত কারা দলে ফিরেছে?
মেহেদী হাসান মিরাজ: ১৪ মাস পর দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বর্তমানে ভারতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছেন।
পারভেজ হোসেন ইমন: দুই বছর পর দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন।
রাকিবুল হাসান: বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানও দলে ফিরেছেন।
দলের নেতৃত্ব:
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও দলে রয়েছেন।
সিরিজের সময়সূচি:
সিরিজের প্রথম ম্যাচ ৬ অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর দিল্লিতে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১২ অক্টোবর হায়দরাবাদে অনুষ্ঠিত হবে।
খেলোয়াড়দের যাত্রা:
বিসিবি সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি দলের ৯ জন খেলোয়াড় পরশু ঢাকা থেকে দিল্লি যাবেন। দিল্লিতে এক রাত থাকার পর তারা গোয়ালিয়রের উদ্দেশ্যে রওনা হবে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।