চমক রেখেই ভারতের বিপক্ষে সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
গত বছর জুলাই সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ডানহাতি এ অলরাউন্ডার। রোববার (২৯ সেপ্টেম্বর) ঘোষিত ১৫ জনের স্কোয়াডে আরও ডাক পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। দুজনই ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য।
ভারতের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।