সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেখার হাওরের মাছ মারার সময় এ ঘটনা ঘটে।
তারা হলেন, জালাল উদ্দিন (৩৫) ও জসিম উদ্দিন (৩৬)। তারা পান্ডারগাও ইউনিয়নের পলিচর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন মতো সকালে দেখার হাওরে মাছ ধরতে যান জালাল উদ্দিন ও জসিম উদ্দিন। এক সময় হাওরে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হওয়া শুরু হলে নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরে হাওরের অন্য পাশে থাকা মৎস্যজীবীরা তাদের উদ্ধার করে পান্ডারগাও পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুজনকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, দেখার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।